কলকাতা: মাস ফুরোলেই পঞ্চায়েত নির্বাচন। ২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। ২টি জেলা পরিষদ দখল করেছিল কংগ্রেস, দু’টি বাম। কিন্তু, কিছুদিনের মধ্যেই বাম-কংগ্রেসে ভাঙন ধরিয়ে সেই চারটি জেলা পরিষদও দখল করে নেয় তৃণমূল। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, ভোটে না জিতেও, দলবদল করিয়ে পঞ্চায়েত কিংবা জেলা পরিষদ দখল করা কি উচিত?


২২% বলেছে দলবদলকে গুরুত্ব দেয় না তারা।

তবে ৬৬%-র মতে এভাবে বোর্ড দখল অনুচিত।

১২% বলেছে জানি না বা বলতে পারব না।


পরের মাসেই পঞ্চায়েত ভোট। আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। এই পরিস্থিতিতে অনেকেই পঞ্চায়েত নির্বাচনকে সেমি ফাইনাল হিসাবে দেখছে। এই পরিস্থিতিতে প্রশ্ন করা হয়েছিল, পঞ্চায়েতে যে দল জিতবে, ২০১৯-এর লোকসভা ভোটে কি সেই দল অ্যাডভান্টেজ পাবে?
৭২%-এর মতে হ্যাঁ, সেমিফাইনালে যে জিতবে, ফাইনালে সে অ্যাডভান্টেজ পাবে। অর্থাৎ পঞ্চায়েতে জিতলে লোকসভা ভোটে অ্যাডভান্টেজ মিলবে।
১৬% অবশ্য এমনটা মনে করে না।
জানি না বা বলতে পারব না বলেছে ১২%।