কলকাতা: এখনই লোকসভা নির্বাচন হলে দেশজুড়ে কত শতাংশ ভোট পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কিংবা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ?


এক বছর আগে ২০১৭ সালের মে মাসে করা এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএসের সমীক্ষায় উঠে আসে তখনই লোকসভা নির্বাচন হলে বিজেপি জোট পেতে পারত ৪৫ শতাংশ ভোট।
এক বছর পর এখন করা সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে বিজেপি জোটের ভোট কমে হতে পারে ৩৭ শতাংশ।
এক বছর আগে ২০১৭ সালের মে মাসে করা এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএসের সমীক্ষায় উঠে আসে তখনই লোকসভা নির্বাচন হলে কংগ্রেসের জোট পেতে পারত ২৭ শতাংশ ভোট।
এক বছর পর এখন করা সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে কংগ্রেসের জোট ৩১ শতাংশ ভোট পেতে পারে।
এক বছর আগে ২০১৭ সালের মে মাসে করা এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএসের সমীক্ষায় উঠে আসে তখনই লোকসভা নির্বাচন হলে বামেরা পেতে পারত ৩ শতাংশ ভোট।
এক বছর পর এখন করা সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে বামেরা সেই ভোট ধরে রাখতে পারে।
এক বছর আগে ২০১৭ সালের মে মাসে করা এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএসের সমীক্ষায় উঠে আসে তখনই লোকসভা নির্বাচন হলে অন্যান্যর ঝুলিতে যেতে পারে ১৯ শতাংশ ভোট।
এক বছর পর এখন করা সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে অন্যান্য সেই ভোট ধরে রাখতে পারে।
আর এখনই যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে কোন জোট দেশজুড়ে কটি আসন পেতে পারে? এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএসের সমীক্ষা অনুযায়ী, ক্ষমতা ধরে রেখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৬৯ থেকে ২৭৯টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১৬০ থেকে ১৬৮টি আসন। অন্যান্যের ঝুলিতে যেতে পারে ১০১ থেকে ১০৯টি লোকসভা আসন।
অর্থাৎ, এই সমীক্ষা অনুযায়ী বিজেপির একার পক্ষে আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব না হলেও, শরিকদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসতে পারেন নরেন্দ্র মোদী। অন্যদিকে রাহুল গাঁধীর নেতৃত্বাধীন জোট অনেকটা এগালোও, ম্যাজিক নম্বর থেকে প্রায় ১০০টি আসন কমেই শেষ করতে পারে।