আজ ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এবিভিপি এবং ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন ছাড়াও বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) লড়াইয়ে ছিল। তবে বামপন্থীরা সাফল্য পাননি। এবিভিপি গত কয়েক বছর ধরেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিজেদের দখলে রেখেছে। ২০১৩ সালেও এবারের মতোই ফল হয়েছিল। তবে ২০১৪ ও ২০১৫ সালে চারটি শীর্ষপদেই এবিভিপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন। এবার একটি পদ হারাতে হল।
এবারের নির্বাচনে মাত্র ৩৬.৯ শতাংশ ভোট পড়েছিল। ২০১০ সাল থেকে এটাই সবচেয়ে কম ভোটদান। চারটি শীর্ষপদে মোট ৯১ জন প্রার্থী ছিলেন। তার মধ্যে সর্বাধিক ভোট পেয়েছে এবিভিপি। সভাপতি পদে জয়ী অমিতের বক্তব্য, তাঁরা ছাত্র-ছাত্রীদের পাশে থাকা এবং তাঁদের হয়ে লড়াই করার জন্যই সাফল্য পেয়েছেন। তাঁদের প্রাপ্ত ভোটের পরিমাণ বেড়েছে। এবিভিপি-র এই জয়ে দেশ-বিরোধী শক্তির কাছে বার্তা যাবে বলেও দাবি অমিতের।