নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শীর্ষ চারটি পদের মধ্যে তিনটিই নিজেদের দখলে নিতে পেরেছে এবিভিপি। সভাপতি পদে জিতেছেন অমিত তনবর, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিয়ঙ্কা কাবেরী এবং সম্পাদক হচ্ছেন অঙ্কিত কুমার সাঙ্গওয়ান। ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া-র প্রার্থী মোহিত গ্রাইদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এবিভিপি এবং ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন ছাড়াও বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) লড়াইয়ে ছিল। তবে বামপন্থীরা সাফল্য পাননি। এবিভিপি গত কয়েক বছর ধরেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিজেদের দখলে রেখেছে। ২০১৩ সালেও এবারের মতোই ফল হয়েছিল। তবে ২০১৪ ও ২০১৫ সালে চারটি শীর্ষপদেই এবিভিপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন। এবার একটি পদ হারাতে হল।
এবারের নির্বাচনে মাত্র ৩৬.৯ শতাংশ ভোট পড়েছিল। ২০১০ সাল থেকে এটাই সবচেয়ে কম ভোটদান। চারটি শীর্ষপদে মোট ৯১ জন প্রার্থী ছিলেন। তার মধ্যে সর্বাধিক ভোট পেয়েছে এবিভিপি। সভাপতি পদে জয়ী অমিতের বক্তব্য, তাঁরা ছাত্র-ছাত্রীদের পাশে থাকা এবং তাঁদের হয়ে লড়াই করার জন্যই সাফল্য পেয়েছেন। তাঁদের প্রাপ্ত ভোটের পরিমাণ বেড়েছে। এবিভিপি-র এই জয়ে দেশ-বিরোধী শক্তির কাছে বার্তা যাবে বলেও দাবি অমিতের।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী এবিভিপি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Sep 2016 10:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -