মুম্বই: অভিনেত্রী জায়রা ওয়াসিম-কাণ্ডে অভিযুক্ত সহযাত্রীকে পুলিশ হেফাজতে পাঠাল পুলিশ।


মঙ্গলবার, দায়রা আদালতে পেশ করা হলে অভিযুক্ত মধ্যবয়স্ক ব্যক্তিকে একদিনের পুলিশ হেফাজতে পাঠান বিচারক। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিমানে কিশোরী অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাজনীতিবিদ থেকে শুরু করে মহিলা সংগঠন ও সমাজকর্মীরা প্রতিবাদে সোচ্চার হন।


যদিও, অভিনেত্রী সরকারিভাবে কোনও অভিযোগ দায়ের করেননি, কিন্তু,  বিভিন্ন মহলের চাপে পুলিশ পেশায় ব্যবসায়ী বিকাশ সচদেব নামে ওই সহযাত্রীকে রবিবার রাতে গ্রেফতার করে।


এদিকে, সোমবার অভিযুক্তের স্ত্রী এক বিবৃতির মাধ্যমে গোটা ঘটনায় স্বামীকে নির্দোষ বলে দাবি করেছেন। অভিযুক্তের স্ত্রী বলেন, অভিনেত্রী শিরোনামে আসার জন্য তাঁর স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।


স্ত্রীর দাবি, ঘুমন্ত অবস্থায় কোনও যাত্রীর পা যদি আর এক যাত্রীর গায়ে লাগে, তাকে কি শ্লীলতাহানি বলা যায়? তাঁর বক্তব্য, কাকা মারা যাওয়ায় দিল্লি গিয়েছিলেন বিকাশ, সব কাজকর্ম সেরে মুম্বই ফিরছিলেন। ক্লান্ত থাকায় উড়ানে ঘুমিয়ে পড়েন তিনি।


তিনি যোগ করেন, পরদিন সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন, জায়রা শ্লীলতাহানির অভিযোগে হইচই করছেন। বিকাশ তাঁকে বলেছেন, ঘুমন্ত অবস্থায় তাঁর পা জায়রার হাতে লেগে যায়। সে জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।


প্রসঙ্গত, গত শনিবার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জায়রা দাবি করেন, এয়ার ভিস্তারার দিল্লি থেকে মুম্বইমুখী বিমানের মধ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি।


ইনস্টাগ্রামের লাইভ ভিডিওয়ে নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। সেই কথা বলতে বলতে একাধিকবার কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় জায়রাকে।