নয়াদিল্লি: যাত্রীদের সার্ভ না করা খাবার, তাদের প্লেটের শুকনো খাবারদাবার চুরির অভিযোগে চার কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গমূলক ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া। ২০১৭-র আগস্ট সরকারি বিমান সংস্থার চেয়ারম্যান তথা এমডি অশ্বিনী লোহানি ঘরোয়া স্তরে বিজ্ঞপ্তি দিয়ে বলেছিলেন, বিমান গন্তব্যে পৌঁছলে প্রায়ই গ্রাউন্ড স্টাফ, অফিসাররা নিজেরা খাবেন বলে যাত্রীদের পরিবেশন না করা খাবার, ভাঁড়ারের শুকনো খাবার নিয়ে চলে যাচ্ছেন। এমন অসাধু কাজে জড়িত কর্তাদের অবশ্যই সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এয়ার ইন্ডিয়া কর্তা বলেছেন, ওই সার্কুলার জারি হওয়ার পর থেকে কেটারিং বিভাগের দুজন কর্মী ও ২ জন কেবিন ক্রু সদস্যের বিরুদ্ধে বিমানের বেঁচে যাওয়া খাবার চুরির দায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেটারিং বিভাগের এক সহকারী ম্যানেজার, পদস্থ অ্যাসিস্ট্যান্টকে এমন খারাপ কাজে প্রশ্রয় দেওয়ায় যথাক্রমে ৬৩ ও তিনদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। গত বছর মার্চেও নয়াদিল্লি-সিডনি ফ্লাইটের দুজন কেবিন ক্রু সদস্যকে এ নিয়ে সতর্ক করে শুধুমাত্র ঘরোয়া ফ্লাইটে রাখা হয়। সার্কুলার বেরনোর পর কতবার সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে, জানতে চাওয়া হলে তিনি বলেন, ক্যাটারিং শাখা ফ্লাইটে খাবারের গুণমান খতিয়ে দেখে, ক্যাটারারের অফিসেও হঠাত্ হঠাত্ অভিযান হয়।
যাত্রীদের পরিবেশন না করা খাবার চুরির অভিযোগে ৪ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Mar 2019 07:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -