নয়াদিল্লি: বেআইনি আর্থিক সংস্থায় বিনিয়োগ করা লগ্নিকারীদের ঠকানোয় জড়িতদের রেয়াত করা হবে না। তারা যে পদেই থাকুক না কেন, সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। লোকসভায় এমনটাই জানাল কেন্দ্র।


এদিন প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী অভিযোগ করেন, বেআইনি আর্থিক লগ্নি সংস্থায় বিনিয়োগ করে সর্বস্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের কয়েক হাজার মানুষ। এই কেলেঙ্কারির মধ্যে একাধিক গন্যমান্য ব্যক্তিও জড়িত রয়েছেন। তাঁকে সমর্থন জানায় বামেরা।


জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, বেআইনি আর্থিক সংস্থার বিষয়টি খতিয়ে দেখছে সেবি। চেষ্টা চলছে সেই সব সংস্থার সম্পত্তি বাজেয়াপ্তের পর বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া যেতে পারে।


জেটলি বলেন, জটিল পদ্ধতির মাধ্যমে কিছু অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। যেই (কেলেঙ্কারির সঙ্গে জড়িত) থাকুক না কেন, তিনি যে পদেই থাকুন না কেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


অতীতে, লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার করে সিবিআই। এদিন জেটলি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় উপযুক্ত আইন আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।