লখনউ: মুখ্যমন্ত্রী পদে বসার পর গতকাল ছিল যোগী আদিত্যনাথের। ৪৫-এ পা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে জন্মদিন বলে বাড়তি কোনও কিছু ছিল না। আর পাঁচটা দিন যেভাবে চলে সেভাবেই কাটালেন যোগী। কাজের মধ্যেই কাটল জন্মদিন। এরইমধ্যে পরিবেশ বাঁচাতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জন্মদিনে গতকাল সকালে লখনউতে আন্তর্জাতিক পরিবেশ দিবসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে যোগীর বার্তা- গাছ লাগান। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের যে ৮৬ লক্ষ কৃষকদের ঋণ মকুব করা হয়েছে তাঁরা যেন ১০ টি করে গাছের চারা লাগান। তিনি আরও বলেছেন, কোনও গাছ কাটার অনুমতি পেতে গেলে ১০ চারা রোপণ করতে বলতে হবে।

মুখ্যমন্ত্রী পরিবেশ সংরক্ষণকে গণআন্দোলনে পরিণত করার কথা বলেছেন। তাঁর কথায়, এ ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। সাধারণ মানুষকেও এতে সামিল করতে হবে।

যোগী জন্মদিনটা অনাড়ম্বরে কাটালেও রাজনৈতিক জগতের একঝাঁক তারকা তাঁকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, ভেঙ্কাইয়া নাইডু, স্মৃতি ইরানি প্রমুখ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।