নয়াদিল্লি: দেশের ২৪ তম নৌসেনা প্রধানের দায়িত্ব নিলেন অ্যাডমিরাল কর্মবীর সিংহ। শুক্রবার রাজধানীতে বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল সুনীল লানবার থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। নৌপ্রধান হওয়ার আগে এতদিন বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ (এফওসি-ইন-সি) ছিলেন কর্মবীর।
নতুন নৌসেনার প্রধানের সবচেয়ে বড় দায়িত্ব হবে বাহিনীর আধুনিকীকরণ করা, যা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। সেই তালিকায় রয়েছে-- নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিমান অন্তর্ভুক্ত করা। বর্তমানে নৌবাহিনীর হাতে ১৩২টি জাহাজ, ২২০টি বিমান ও ১৫টি সাবমেরিন রয়েছে।
তবে, নৌসেনা প্রধানের পদে কর্মবীর সিংহের নিয়োগ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। লানবার উত্তরসূরী হিসেবে কর্মবীরের নাম ঘোষণার পরই সিদ্ধান্তের বিরোধিতা করেন আন্দামান ও নিকোবর কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল বিমন ভার্মা। তাঁর দাবি ছিল, সিনিয়রিটির ভিত্তিতে নৌসেনা প্রধান হওয়ার যোগ্যতম ব্যক্তি তিনি। যদিও, সেই দাবি খারিজ করে প্রতিরক্ষামন্ত্রক। এরপর, ভার্মা সামরিক ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। সেই মামলা এখনও বিবেচনাধীন।
এদিকে, কর্মবীর সিংহের জায়গায় নৌসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান হলেন ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জৈন।