নয়াদিল্লি: পদ্মশ্রী সম্মানে কারা কারা সম্মানিত হবেন, সম্প্রতি তার একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে ১১৮ জন পদ্মশ্রী প্রাপকের মধ্যে নাম রয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক ও সুরকার আদনান সামিরও। কেন আদনান সামিকে ‘পদ্মশ্রী’ দেওয়া হচ্ছে, এই নিয়েই শাসক দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করল কংগ্রেস।


আদনানের জন্ম লন্ডনে। তাঁর বাবা ছিলেন পাকিস্তানি বায়ুসেনার পাইলট। ২০১৫ সালে তিনি ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং বছর খানেকের মধ্যেই তা গৃহীত হয়। আদনানের এই পরিচয়কে হাতিয়ার করেই বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল। তাঁর দাবি, আদনান শামি বিজেপির ‘চামচাগিরি’ করেছেন বলেই ভারতের এই অসামরিক সম্মান তাঁকে দেওয়া হচ্ছে। জয়বীরের এই ট্যুইটের পর পাল্টা ট্যুইট আক্রমণ করেছেন আদনানও। ‘তোমার মাথাটা কি ক্লিয়ারেন্স সেল থেকে নিয়ে এসেছো’? জয়বীরকে এই ব্যক্তি আক্রমমের পর বিবাদ আরও বেড়ে যায়। ৩৬ বছরের কংগ্রেস নেতা পাল্টা ট্যুইট করে বলেন, “ভারতীয় সংস্কৃতি শত্রুকেও সম্মান করতে শেখায়। কয়েক দিন হয়েছে বর্ডার পেরিয়ে এসেছ। সুতরাং তুমি নিশ্চয়ই দেশের সংস্কৃতি শিখছ।” ওই ট্যুইটেই আদনান সামিকে পদ্মশ্রী দেওয়া নিয়ে আপত্তির কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, “একজন ভারতীয় সেনাকে বিদেশি ঘোষণা করা হচ্ছে এবং এক পাকিস্তানি সেনা পরিবারের সদস্যকে সম্মানিত করা হচ্ছে।”





অসমে নাগরিকপঞ্জিতে নাম বাদ পড়েছে কার্গিল যুদ্ধের সৈনিক মহম্মদ সানানুল্লাহর। ট্যুইটে নাম না করে এই কার্গিল সেনার কথাই তুলে ধরেছেন জয়বীর। কংগ্রেসের সুরে সুর মিলিয়ে এই ইস্যুতে বিজেপি-কে আক্রমণ করেছে শরদ পওয়ারে পার্টি এনসিপি-ও। ‘জয় মোদি’ বললেই যেকোনও পাকিস্তানি নাগরিক এদেশে নাগরিকত্ব পেয়ে যাবে, মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি মুখপাত্র নবাব মালিকের।


এদিকে বিজেপির দাবি, আদনান সামি পদ্মশ্রী সম্মানের যোগ্য। আদনানের পাশে দাঁড়িয়েছে এনডিএ শরিক লোক জনশক্তি পার্টি-ও। এলজিপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান আদনানের পদ্মশ্রী পাওয়াকে সমর্থন করে গায়ক ও সুরকারকে অভিনন্দন জানিয়েছেন।