ঠানে: বাবরি মসজিদ ভাঙতে জনতাকে উস্কানি দেননি, বরং মসজিদ যাতে ভাঙা না হয়, তার চেষ্টাই করেছিলেন লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর জোশী। এমনই দাবি করলেন প্রাক্তন শিবসেনা সাংসদ সতীশ প্রধান। তিনি ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনার স্মৃতিচারণা করে বলেছেন, ‘আডবাণী ও জোশী জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তাঁরা যাতে মসজিদের দিকে এগিয়ে না যান, সেটা আটকানোর জন্য শান্ত করার চেষ্টা করছিলেন আডবাণীরা। কিন্তু জনতা নেতাদের কথা শোনার মতো অবস্থায় ছিল না। জনতার ক্ষোভের ফলেই বাবরি মসজিদ ভেঙে যায়।’
সম্প্রতি বাবরি মসজিদ ধ্বংস মামলায় আডবাণী, জোশী, উমা ভারতী, কল্যাণ সিংহের মতো নেতাদের বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্তের মামলা ফের শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় সতীশ ও বিজেপি নেতা ওমপ্রকাশ শর্মারও নাম আছে।
সতীশের দাবি, ঠানের রাজনৈতিক নেতাদের মধ্যে শুধু তিনি এবং এমপ্রকাশই বাবরি মসজিদ ধ্বংসের দিন অযোধ্যায় গিয়েছিলেন। আডবাণী, জোশী, উমাদের সঙ্গে এই মামলায় নাম থাকায় তিনি গর্বিত। বিচারের মুখোমুখি হতে তিনি তৈরি।
বাবরি মসজিদ ভাঙা রুখতে চেয়েছিলেন আডবাণী, জোশী, দাবি প্রাক্তন শিবসেনা সাংসদের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Apr 2017 03:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -