নয়াদিল্লি: দেশভাগের ফলে সিন্ধু প্রদেশ এবং সেখানকার রাজধানী করাচি ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার দুঃখ এখনও ভুলতে পারছেন না লালকৃষ্ণ আডবাণী। এই প্রবীণ বিজেপি নেতা বলেছেন, সিন্ধু প্রদেশ ছাড়া ভারত অসম্পূর্ণ।

রবিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ৮৯ বছর বয়সি আডবাণী বলেন, ‘করাচিতে আমার জন্ম। সিন্ধু প্রদেশে ছোটবেলায় আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সক্রিয় কর্মী ছিলাম। সেই সিন্ধু প্রদেশ আর ভারতের অংশ নয়, এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি বিশ্বাস করি, সিন্ধু প্রদেশ ছাড়া ভারত সম্পূর্ণ নয়।’