মুম্বই: মুক্তির আগে বহু জটিলতার মুখে পড়তে হয় কর্ণ জোহর পরিচালিত ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'কে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে রফা হয়, সেনা তহবিলে ৫ কোটি টাকা দিতে হবে ছবির প্রযোজককে। সেই বৈঠকে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশও। গত ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু এখনও পর্যন্ত সেনা তহবিলে পড়েনি কোনও টাকা।


ভারতীয় সেনার দিল্লির মুখপাত্র কর্ণেল রোহন আনন্দ জানিয়েছে, গত এক মাসে তাঁরা ৫ কোটির কোনও অর্থসাহায্য পাননি। তিনি বলেন, আমরা অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেছি। কোনও টাকাই আসেনি। উল্লেখ্য, সেনা তহবিলের টাকা পুরোটাই শহিদ জওয়ানদের পরিবারের সাহায্যার্থে ব্যবহৃত হয়। যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি কর্ণ জোহর এবং তাঁর টিম।

প্রসঙ্গত, উরি হামলার পরই পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের বয়কটের ডাক দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তাঁদের দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দেয় এমএনএস। কর্ণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ পাক শিল্পী ফাওয়াদ খান অভিনয় করায় এমএনএস-এর রোষের মুখে পড়ে ছবিটি। তাঁরা হুমকি দেয় মুক্তি পেতে দেওয়া হবে না এই ছবি। এই জটের মধ্যে এমএনএস প্রধান রাজ ঠাকরে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের সঙ্গে বৈঠকে বসে প্রযোজক গিল্ড। সেখানে কথা হয়, সেনা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দেবেন প্রযোজক। ছবি-মুক্তি নিয়ে জটিলতার অবসান হয়। নির্বিঘ্নে মুক্তি পায় 'অ্যায় দিল...'। যদিও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সেনাবাহিনী।