আমদাবাদ: গোধরার ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার প্রায় ১৭ বছর বাদে সেদিন প্রাণ হারানো ৫২ জনের পরিবারকে ৫ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল গুজরাত সরকার। গুজরাত হাইকোর্টের ২০১৭ সালের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে গুজরাতের বিজয় রুপানি সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই পরিবারগুলির প্রত্যেকটিকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। সব মিলিয়ে ২৬০ লক্ষ টাকা দেওয়া হবে। গোধরায় ট্রেনে আগুন লাগার ঘটনার জেরে গুজরাতে ব্যাপক হিংসা, অশান্তি হয় যাতে ২০০২ সালে নিহত হন হাজারখানেক মানুষ, যাঁদের অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের।
গুজরাত সরকারের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেনে অগ্নিসংযোগে প্রাণ হারানো ৫৯ জনের মধ্যে সাতজনের দেহ আজও শনাক্ত করা হয়নি।
হাইকোর্ট রাজ্য সরকারের পাশাপাশি রেলমন্ত্রককেও নিহতদের আত্মীয়দের ক্ষতিপূরণ দিতে বলেছিল। আলাদা করে দুপক্ষকেই প্রতিটি নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। সেই বিচারে প্রতিটি পরিবারের ১০ লক্ষ টাকা পাওয়ার কথা।
রাজ্য সরকারি বিজ্ঞপ্তি অনুসারে ২০০২ এর ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগে, ৫৯ জন প্রাণ হারান।
গোধরায় ট্রেনে অগ্নিসংযোগে নিহত ৫২ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে গুজরাত সরকার, ঘোষণা
Web Desk, ABP Ananda
Updated at:
14 Feb 2019 09:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -