নয়াদিল্লি: বিয়ের শোভাযাত্রা থেকে ছোঁড়া গুলিতে নিহত মেয়ের বাবা সুবিচার চেয়ে আদালতে। দিল্লির মঙ্গলপুরীর বাসিন্দা ১৭ বছরের অঞ্জলির বাবা শ্যামসুন্দর কৌশল দিল্লি হাইকোর্টে জনস্বার্থ পিটিশন পেশ করেছেন। মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর মাসখানেক বাদে পেশ করা তাঁর পিটিশনে কৌশল বলেছেন, বিয়ে বা যে কোনও শুভ অনুষ্ঠানকে জমকালো করে তুলতে শোভাযাত্রা বের করে গুলি ছোঁড়ার রীতিটি সুস্থ, সভ্য নয়। এটা বন্ধ করতে কঠোর আইন, নীতি চাই।

প্রধান বিচারপতি জি রোহিনী ও বিচারপতি জয়ন্ত নাথকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ তাঁর বক্তব্য শুনে অভিমত জানিয়েছে, অবশ্যই এ ব্যাপারে কিছু গাইডলাইন, নিয়ম থাকা উচিত।

কৌশল ক্ষোভ জানান, বিয়ে, পার্টিকে কেন্দ্র করে প্রকাশ্যে রাস্তাঘাটে গুলি চালিয়ে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশের ওপর তেমন নজরদারি নেই। যার ফলে মৃত্যুর ঘটনা বাড়ছে।

কৌশলের পিটিশনে দাবি করা হয়েছে, অস্ত্রশস্ত্রের লাইসেন্সের যাতে অপব্যবহার না হয়, সেটা সুনিশ্চিত করতে একটা সামগ্রিক ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দেওয়া হোক। কেউ লাইসেন্সের অপব্যবহার করলে তা বাতিল করা হোক, এও দাবি করেন তিনি।

শোভাযাত্রা থেকে ছোঁড়া গুলিতে হতাহতদের সবাইকে ক্ষতিপূরণ দিতে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার জন্যও পিটিশনে হাইকোর্টকে আবেদন করেছেন কৌশল।