মুম্বই: মুম্বইয়ে বিখ্যাত হাজি আলি দরগার সমাধিক্ষেত্র পর্যন্ত প্রবেশের অনুমতি পেলেন মহিলারা। মহিলা সমাজকর্মীদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৫ বছর বাদে ফের হাজি আলি দরগায় প্রবেশের অনুমতি পেলেন সব বয়সের মহিলারা।


২০১২ সাল পর্যন্ত হাজি আলি দরগায় মেয়েদের প্রবেশাধিকার ছিলই। কিন্তু এরপরই দরগার ট্রাস্ট ঘোষণা করে, দরগার একেবারে কেন্দ্রস্থলে পবিত্র সমাধি পর্যন্ত মেয়েদের যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ২০০ মিটার দূরে আটকে দেওয়া হবে তাঁদের। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ২০১৪-এ আদালতের দ্বারস্থ হন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন(বিএমএমএ)। বম্বে হাইকোর্ট এ বছরেরই ২৬ অগস্ট তার রায়ে, মহিলাদের পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার কথা বলে। এরপর মামলা যায় সুপ্রিম কোর্টে। ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টও জানায় দরগায় সমান অধিকার দিতে হবে পুরুষ এবং মহিলাদের। সমাধি পর্যন্ত মহিলাদের প্রবেশের অনুমতি দিতে হবে।

এই রায়দানের পর মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তের ৭৫-৮০ জন মহিলা দরগায় প্রবেশ করে সঈদ পীর হাজি আলি শাহ বুখারির সমাধিতে চাদর ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সহ প্রতিষ্ঠাতা নূরজাহান এস নিয়াজ বলেন, আমরা সম অধিকার, লিঙ্গসমতার জন্য লড়াই করেছি। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আদালতের রায়ে আমরা খুশি। দরগায় প্রবেশের ক্ষেত্রে আর কোনও বিধি নিষেধ নেই। আমরা তাই পুলিশ বা দরগা ট্রাস্টকে না জানিয়েই এখানে প্রবেশ করেছি।

দরগার এক ট্রাস্টি সুহেল খান্দওয়ানি জানিয়েছেন, প্রবেশের জন্য মহিলা ও পুরুষদের আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। পুরুষ এবং মহিলা কাউকেই পীরের সমাধি ছোঁওয়ার অনুমতি দেওয়া হবে না। নতুন নিয়ম অনুযায়ী সমাধির ২ মিটার দূরে দাঁড়িয়ে প্রার্থনা জানাতে হবে সবাইকে।

প্রসঙ্গত ভারতের বহু মন্দির-মসজিদেই মেয়েদের প্রতি বৈষম্যের নজির দেখা গিয়েছে। এখনও কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশাধিকার নেই সব বয়সী মেয়েদের।