নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার পর ইন্ডিগো বিমান সংস্থাও খবরের শিরোনামে থাকা শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে তাদের বিমানে যাত্রী হিসাবে নিতে অস্বীকার করল। সূত্রের খবর, বিকাল চারটার নির্ধারিত দিল্লি-পুনে ফ্লাইটের যে টিকিট গায়কোয়াড় বুক করেছিলেন, সেটি বাতিল ঘোষণা করে এয়ার ইন্ডিয়া। দিল্লি বিমানবন্দরে তাদের এক কর্মীকে জুতোপেটা করায় গায়কোয়াড়কে নিষিদ্ধ করেছে এয়ার ইন্ডিয়া। সরকারি বিমান সংস্থা টিকিট বাতিল করার পর এজেন্টকে দিয়ে ইন্ডিগোর টিকিট বুক করান তিনি। সূত্রের বক্তব্য, দিল্লি থেকে পুনেগামী বিকাল সাড়ে পাঁচটার ইন্ডিগো ফ্লাইটের টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু বিমান কর্তৃপক্ষ সেটি বাতিল করে পুরো টাকা ফেরত দিচ্ছে।
সূ্ত্রটি বলেছে, সব বিমান কোম্পানিই ওই সাংসদকে বিমানে ঠাঁই না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একযোগে। তাঁর নামটি রিজার্ভেশন সেন্টারগুলিকেও জানিয়ে রাখা হয়েছে। ফলে তিনি ইন্ডিগোর টিকিট বুক করতেই আপনা থেকেই অ্যালার্ট ছড়িয়ে পড়ে। ইন্ডিগোর পক্ষ থেকে ওই এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টিকিট বুক করা হয়েছে ওই সাংসদের নামেই। সঙ্গে সঙ্গে গায়কোয়াড়ের দিল্লি-পুনে বিমানের টিকিট বাতিল করে তারা। তাঁকে পরামর্শ দেয়, ট্রেনের টিকিট বুক করুন বা চার্টার প্লেনে পুণেতে ফেরার ব্যবস্থা করুন।
এদিকে যে এয়ার ইন্ডিয়া কর্মীকে গায়কোয়াড় বিজনেস ক্লাসের আসন না পেয়ে জুতোপেটা করেছেন, তাঁরই কুশপুতুল পোড়ালেন ওসমানাবাদের শিবসেনা কর্মীরা। তাঁদের দাবি, বিমান সংস্থার অপমানের জবাব দিয়েছেন গায়কোয়াড়। তিনি আমাদের অনুপ্রেরণা। তিনি যা করেছেন, আমরা সেজন্য গর্বিত।
শিবসেনা সাংসদের বুকিং বাতিল ইন্ডিগোরও, এয়ার ইন্ডিয়া কর্মীর কুশপুতুল পুড়ল ওসমানাবাদে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2017 05:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -