ভোপাল: রবিবার বিহারে এক সাংবাদিককে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মধ্যপ্রদেশে একই ধরনের ঘটনা সামনে এল। রাজ্যের ভিন্ডে সন্দীপ শর্মা নামে এক সাংবাদিককে ট্রাকের চাকায় পিষে খুন করা হল। সন্দীপ বেশ কিছুদিন ধরেই বালি মাফিয়াদের নিয়ে খবর করছিলেন। তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন সন্দীপ। কিন্তু শেষরক্ষা হল না।
সন্দীপকে হত্যার ভয়াবহ সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ভিডিওতে এক বাইক আরোহীকে চাকায় পিষে দিয়ে একটি ট্রাককে চলে যেতে দেখা যাচ্ছে।



এই ঘটনায় রাজ্যে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

এর আগে বিহারের ভোজপুর জেলায় রবিবার রাতে দুষ্কৃতীরা এই সাংবাদিক সহ দুজনকে গাড়ির চাকায় পিষে হত্যা করে। আরা-সাসারাম রাজ্য সড়কের গড়হনি থানা এলাকায় নহসি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত গড়হনির প্রাক্তন মুখিয়া শাহিদা প্রবীণের স্বামী মহম্মদ হারসু ও তাঁর ছেলে। হত্যার ঘটনায় স্করপিও গাড়ি ব্যবহার করা হয়।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনও বিরাম নেই। এক বছর আগে সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জনকে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয়। গত বছরই কর্নাটকে সাংবাদিক গৌরী লঙ্কেশকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়।
মিডিয়া ওয়াচডগ দ্য হুট-এর একটি রিপোর্ট অনুসারে, ২০১৭ সালে তিন সাংবাদিককে হত্যা করা হয় এবং ৪৬ জন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। এরইমধ্যে সাংবাদিকদের ওপর হামলা সংক্রান্ত ২৭ টি মামলায় পুলিশ ব্যবস্থা নিয়েছে। গত বছরে সাংবাদিকদের হুমকি দেওয়ার ১২ টি মামলা সামনে এসেছে।