নয়াদিল্লি:  ফের ডেঙ্গুর চিকিত্সায় বিশাল অঙ্কের বিল করায় কাঠগড়ায় গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল। আট বছরের এক নাবালক ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল মেদান্তায়। সেখানে ২১ দিনে তার চিকিত্সার বিল হল ১৬ লক্ষ টাকা। তবে এই বিশাল অঙ্ক খরচের পরও বাঁচানো গেল না আট বছরের বাচ্চাটিকে।


প্রথমে ছেলেটির পরিবার তাকে মেদান্তায় ভর্তি করালেও, পরে বেড়ে চলা বিল ও অবস্থার অবনতি হওয়ায়, ছেলেকে অন্য হাসপাতালে সরাতে বাধ্য হয় পরিবারের সদস্যরা। ছেলেটির বাবা জানিয়েছেন, ২১ দিনের জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর হাতে বিল ধরিয়েছিল ১৫.৮৮ লক্ষ টাকা। টাকার জন্যে বিভিন্ন লোকের কাছে তাঁদের হাত পর্যন্ত পাততে হয়ে বলেও জানিয়েছেন মৃত নাবালকের বাবা। এমনকি অবস্থার অবনতি হওয়ায়, হাসপাতালের চিকিত্সকরাই তাঁকে বাধ্য করেন অন্য সরকারি হাসপাতালে তাঁর ছেলেকে সরিয়ে নিয়ে যেতে। শুক্রবার হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে, পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে।

এর আগে এই বছরই সেপ্টেম্বরে তিন বছরের আড্যিয়া সিংহেরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ১৫ দিন ধরে সে ভর্তি ছিল ফোর্টিস হাসপাতালে। শিশুটির মৃত্যুর পরও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের হাতে ১৬ লক্ষ টাকার বিল ধরায়। সেই নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।