নয়াদিল্লি: জিএসটির পর পুরোপুরি উল্টেপাল্টে গিয়েছে দেশের প্রচ্ছন্ন কর ব্যবস্থা। এবার প্রত্যক্ষ কর ব্যবস্থায় বদল আনতে চায় নরেন্দ্র মোদী সরকার। নয়া আয়কর আইনের জন্য গতকাল একটি ৭ সদস্যের প্যানেল তৈরি করেছে তারা।

৫০ বছরের বেশি বয়সি আয়কর আইন খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, দেশের আর্থিক প্রয়োজন বুঝে পুরনো আইন খতিয়ে দেখে নতুন একটি প্রত্যক্ষ কর আইনের খসড়া তৈরি করবে তারা। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর সদস্য অরবিন্দ মোদী। কেন্দ্রীয় সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম স্থায়ী নিমন্ত্রিত হিসেবে এতে থাকবেন।

৬ মাসের মধ্যে এই টাস্ক ফোর্স রিপোর্ট জমা দেবে কেন্দ্রকে, অন্যান্য দেশের নিয়মকানুন খতিয়ে দেখে তৈরি করবে প্রত্যক্ষ কর আইনের খসড়া।

[embed]https://twitter.com/FinMinIndia/status/933295136179548160?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Findiatoday.intoday.in%2Fstory%2Fnarendra-modi-govt-sets-up-panel-to-review-50-yr-old-income-tax-act%2F1%2F1095386.html[/embed]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই বলেছেন, ১৯৬১-র আয়কর আইনের বয়স অনেক হয়েছে, এবার তা নতুন করে তৈরি করতে হবে।

এর আগে ২০০৯-এ ইউপিএ সরকার আয়কর আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেয়। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে সে সময়েও সাহায্য করেন অরবিন্দ মোদী। কিন্তু বিলটি আটকে যায় সংসদে।