চেন্নাই: মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুশোক সইতে না পেরে তামিলনাড়ুতে মারা গিয়েছেন ৫৯৭ জন। এমনটাই জানাল রাজ্যের শাসক দল এআইএডিএমকে। এদিন দলের তরফে আরও ১২৭ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এর আগেও একইভাবে নেত্রীর মৃত্যুশোকে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছিল। এদিনের তালিকা ধরে মোট সংখ্যা দাঁড়াল ৫৯৭। এদিন এডিএমকের তরফে ঘোষণা করা হয়, এরা সকলেই জয়ললিতার মৃত্যুর শোকে বিহ্বল হয়ে মারা গিয়েছেন। তাই দলের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। জানা গিয়েছে, এই মৃত্যুগুলি মূলত ঘটেছে চেন্নাই, তিরুনেলভেলি, দিন্দিগুল, মদুরাই এবং রামনাথপুরম জেলায়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জয়ললিতার মৃত্যুশোকে রাজ্যে মৃত ৫৯৭ জন, পরিবারপিছু ৩ লক্ষ টাকা সাহায্য: এআইএডিএমকে
Web Desk, ABP Ananda
Updated at:
19 Dec 2016 02:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -