গুয়াহাটি: মূর্তি ভাঙা অব্যাহত। এবার অসমের কোকরাঝাড়ে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। বুধবার এই মূর্তি ভাঙা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেটা অবশ্য জানা যায়নি। বিজেপি এই ঘটনার নিন্দা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই লেনিনের মূর্তি ভাঙা দিয়ে দেশজুড়ে এই কাণ্ড শুরু হয়েছে। কলকাতাতেও শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। এরপর রানিগঞ্জে মাইকেল মধুসূদন দত্তর মূর্তিতে রং লাগানো হয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতেও রং লাগানো হয়। বিভিন্ন জায়গায় বি আর অম্বেদকর, মহাত্মা গাঁধী, পেরিয়ারের মূর্তিও ভাঙা হয়েছে। কেন্দ্রীয় সরকার মূর্তি ভাঙা রোখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না।