চণ্ডীগড়: গত বছর মধ্য প্রদেশ সরকার ঘোষণা করেছিল, ১২ বছর বা তার কমবয়সিদের ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে। এবার হরিয়ানা সরকারও একই সিদ্ধান্ত নিল। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে আইন করা হবে। পাশাপাশি যৌন হেনস্থা সংক্রান্ত আইন আরও কঠোর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


হরিয়ানা সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১২ বছর বয়স পর্যন্ত কোনও মেয়েকে ধর্ষণ বা গণধর্ষণ করলে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কোনও কারণে যদি মৃত্যুদণ্ডের সাজা না হয়, তাহলে অন্তত ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রয়োজনে আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হবে।

হরিয়ানা সরকার আরও জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি এ অনুযায়ী, ১২ বছর বয়স পর্যন্ত কোনও মেয়েকে একজন বা অনেকে মিলে যদি ধর্ষণ করে, তাহলে প্রত্যেক অপরাধীকে হয় মৃত্যুদণ্ড না হয় অন্তত ২০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হবে। কারাদণ্ডের সাজা আজীবনও হতে পারে। সেইসঙ্গে অপরাধীদের জরিমানা করা হবে।

কোনও মহিলার পিছু নেওয়া সংক্রান্ত সাজাও কঠোর করেছে হরিয়ানা সরকার। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা এবং দ্বিতীয় বা তার বেশিবার একই অপরাধের ক্ষেত্রে কমপক্ষে তিন বছর এবং সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।