নয়াদিল্লি: মুচমুচে করার জন্য গরম তাওয়ায় তেল দিয়ে ভাজতে হয়। তাই পপকর্নেও এবার বসল ১৮ শতাংশ জিএসটি!
রুটি সেঁকে খাওয়া যায়। তাই রুটিতে জিএসটি হবে ৫ শতাংশ। পরোটা তেল দিয়ে ভাজতে হয়। তাই পরোটাতে ১৮ শতাংশ জিএসটি লাগু হবে বলে সম্প্রতি কর্নাটকের অথরিটি অফ অ্যাডভান্সড রুলিং এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রায়ে এই কথা জানিয়ে দিয়েছিল। সেই একই পথে হাঁটল গুজরাতের অথরিটি অফ অ্যাডভান্সড রুলিং অথরিটিও। ‘জয় জলারাম এন্টারপ্রাইজের’ করা আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ‘পপকর্ন’ প্রস্তুতির জন্য তাকে গরম তাওয়ায় সেঁকতে হয়, তেল ও অন্যান্য স্বাদকারক মেশাতে হয়। ফলে গ্রাহকদের হাতে মুচমুচে পপকর্নের প্যাকেট তুলে দিতে গেলে ১৮ শতাংশ জিএসটি গুণতে হবে।
‘জয় জলারাম এন্টারপ্রাইজের’ কর্তাদের দাবি ছিল, ভুট্টার দানা দিয়ে তৈরি হওয়ায় পপকর্ন জিএসটি নিয়মের ‘এন্ট্রি ৫০ ট্যারিফ আইটেম ১০০৫ অফ শিডিউল-১ অফ নোটিফিকেশন ১/২০১৭’ আওতায় পড়ার কথা। সুপ্রিম কোর্টের এক যুক্তিও নিজেদের স্বপক্ষে খাড়া করেছিলেন তাঁরা। শীর্ষ কোর্ট তাঁদের এক সিদ্ধান্তে জানিয়েছিল, খই আর মুড়ি একই গোত্রে পড়বে। ফলে ‘পাফড রাইস’ বা ‘মুড়ি’, পার্চড রাইস বা ‘খই’ এর সমগোত্রীয় হতে পারলে, ‘পাফড কর্ন’ বা ‘পপকর্ন’ কেন ৫ শতাংশ করের আওতায় পড়বে না, প্রশ্ন ছিল তাঁদের। উত্তরে এএআর অথরিটিও সুপ্রিম কোর্টের পূর্বতন রায়ের দ্বারস্থ হয়েছে। বলা হয়েছে, শস্যদানা থেকে তৈরি হলেও যেহেতু তাকে সেঁকে, তেল ও অন্য উপাদান মিশিয়ে তবে গ্রাহকের হাতে তুলে দেওয়া হয়, তাই পপকর্ন আর মোটেই দানাশস্য থাকছে না। ফলে তাকে ১৮ শতাংশ জিএসটি-র আওতায় আনার নির্দেশ দিয়েছে।
ভাজতে হয় বলে পরোটার পর পপকর্নেও বসল ১৮ শতাংশ জিএসটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2020 02:26 PM (IST)
রুটি সেঁকে খাওয়া যায়। তাই রুটিতে জিএসটি হবে ৫ শতাংশ। পরোটা তেল দিয়ে ভাজতে হয়। তাই পরোটাতে ১৮ শতাংশ জিএসটি লাগু হবে বলে সম্প্রতি কর্নাটকের অথরিটি অফ অ্যাডভান্সড রুলিং এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রায়ে এই কথা জানিয়ে দিয়েছিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -