ভোপাল: সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করার পর এবার ৮৯ হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী কয়েক মাসের মধ্যেই নতুন নিয়োগ করা হবে। রাজস্ব বিভাগে ৯,৫০০ পাটোয়ারি ও ৪০০ নায়েব তেহসিলদার, ৬০,০০০ শিক্ষক, ১,৩০০ চিকিৎসক, ৭০০ চিকিৎসাকর্মী, ১০৫৩ নার্স ও ৫০০ এএনএম নিয়োগ করা হবে। এছাড়া পুলিশ বিভাগে ৮,০০০ পদ, হোমগার্ড বিভাগে ৪,০০০ পদ এবং নারী ও শিশুকল্যাণ বিভাগে ৪,০০০ পদে নিয়োগ করা হবে।’
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আরও জানিয়েছেন, বিভিন্ন দফতরে এক লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে। শীঘ্রই চুক্তির ভিত্তিতে নিয়োগের প্রথা বন্ধ করে দেওয়া হবে। তবে কতদিনের মধ্যে সরকারি দফতরগুলিতে কর্মী নিয়োগ করা হবে, সে বিষয়ে কিছু জানাননি চৌহান।
মধ্যপ্রদেশে এ বছরের শেষদিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে চৌহান সরকারের এই ঘোষণাকে নির্বাচনী চমক বলেই দাবি বিরোধীদের। কংগ্রেসের অভিযোগ, অবসরের বয়স বাড়িয়ে রাজ্যের দেড় কোটি শিক্ষিত বেকার যুবকের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি সরকার।
অবসরের বয়স বৃদ্ধির পর এবার ৮৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Apr 2018 04:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -