মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আরও জানিয়েছেন, বিভিন্ন দফতরে এক লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে। শীঘ্রই চুক্তির ভিত্তিতে নিয়োগের প্রথা বন্ধ করে দেওয়া হবে। তবে কতদিনের মধ্যে সরকারি দফতরগুলিতে কর্মী নিয়োগ করা হবে, সে বিষয়ে কিছু জানাননি চৌহান।
মধ্যপ্রদেশে এ বছরের শেষদিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে চৌহান সরকারের এই ঘোষণাকে নির্বাচনী চমক বলেই দাবি বিরোধীদের। কংগ্রেসের অভিযোগ, অবসরের বয়স বাড়িয়ে রাজ্যের দেড় কোটি শিক্ষিত বেকার যুবকের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি সরকার।