নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে বচসার জেরে ওকালতি ছেড়ে দিলেন আইনজীবী রাজীব ধবন। অযোদধ্যায় বাবরি-রাম জন্মভূমি মামলা এবং কেন্দ্র বনাম দিল্লি মামলার শুনানি চলাকালীন তাঁর সঙ্গে প্রধান বিচারপতির উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপরেই ওকালতি ছাড়ার কথা জানিয়েছন রাজীব। তিনি প্রধান বিচারপতির উদ্দেশ লেখা চিঠিতে বলেছেন, ‘দিল্লি (বনাম কেন্দ্র) মামলার অপমানজনক পরিণতি হওয়ার পর আমি আদালতে সওয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রধান বিচারপতি আমার সিনিয়র গাউন নিয়ে নিতেই পারেন। তবে আমি স্মৃতি হিসেবে সেটা রেখে দিতে চাই।’
অযোধ্যা মামলার শুনানি চলাকালীন রাজীব ও তাঁর সহযোগী আইনজীবী কপিল সিব্বল, দুশ্যন্ত ডাভে ২০১৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই মামলা স্থগিত করে দেওয়ার আবেদন জানান। সওয়াল-জবাব চলাকালীন প্রধান বিচারপতির উদ্দেশে চিৎকার করেন রাজীব। দিল্লি বনাম কেন্দ্র মামলাতেও প্রধান বিচারপতির সঙ্গে তাঁর তর্ক হয়। এরপরেই রাজীবকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আইনজীবীরা যদি সংবিধান-স্বীকৃত ভাষায় কথা না বলেন, তাহলে সেটা মেনে নেওয়া হবে না। বার অ্যাসোসিয়েশন যদি আইনজীবীদের নিয়ন্ত্রণ না করে, তাহলে আদালতই তাঁদের সংযত হতে বাধ্য করবে। সুপ্রিম কোর্টের এই তিরস্কারের পরেই গাউন খুলে রাখার সিদ্ধান্ত নিলেন রাজীব।
প্রধান বিচারপতির সঙ্গে বচসা, ওকালতি ছাড়লেন সুপ্রিম কোর্টের আইনজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Dec 2017 03:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -