নয়াদিল্লি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে মুসলিম বান্ধবীর পরিবারের হাতে খুন হন অঙ্কিত সাক্সেনা নামে এক যুবক। এই ঘটনায় জোর শোরগোল পড়ে যায়। তবে, এখন সে সব শোক কাটিয়ে উঠে ধর্মীয় ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে এবং একইসঙ্গে সৌহার্দ্যের বার্তা দিতে পবিত্র রমজান মাসে মুসলিমদের জন্য ইফতারের আয়োজন করলেন অঙ্কিতের বাবা।


আগামী ৩ জুন ইফতার দেওয়ার ঘোষণা করেছেন নিহত যুবকের বাবা যশপাল শর্মা। তাঁর লক্ষ্য, দুই সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা। জানা গিয়েছে, ইফতার পার্টিতে স্থানীয় পুলিশ ছাড়াও, সকল ধর্মের মানুষের কাছে আমন্ত্রণ পাঠানো হবে। পাশাপাশি, ছেলের স্মরণে একটি ট্রাস্ট গঠন করারও সিদ্ধান্ত নিয়েছেন যশপাল।


প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অঙ্কিত। রাত ৮টা নাগাদ রঘুবীর নগর দিয়ে যাওয়ার সময় তাঁর পথ আটকায় বান্ধবী সলিমার পরিবারের লোকজন। তাঁকে গাড়ি থেকে বের করে মারধর করা হয়। এমন সময় অঙ্কিতের মা সেখানে পৌঁছলে, তাঁকেও মারধর করা হয়। মাকে বাঁচাতে এগিয়ে এলে, অঙ্কিতের ওপর ঝাঁপিয়ে পড়ে বান্ধবীর বাবা, মা, মামা ও নাবালক ভাই মিলে তাঁকে প্রচণ্ড মারতে শুরু করে। এই ফাঁকেই, সলিমার বাবা অঙ্কিতের গলায় ছুরি চালিয়ে দেয়। মৃত্যু হয় অঙ্কিতের।


যদিও, এই ঘটনায় ধর্মকে জড়াতে রাজি হননি অঙ্কিতের বাবা। তিনি জানিয়ে দিয়েছিলেন, কোনও সম্প্রদায়ের প্রতি তাঁর মধ্যে তিক্তিতা নেই।