নয়াদিল্লি: শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে অনশনে বসা ওলগা এফিমেনকোভার ফের সেই বাড়িতে জায়গা পেলেন। সৌজন্যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ট্যুইট। সংবাদমাধ্যমে ওলগার অনশনের কথা জানতে পেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ট্যুইট করেন সুষমা। এরপরেই ব্যবস্থা নেয় প্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ট্যুইটারে ওলগার সঙ্গে তাঁর শাশুড়ি নির্মলা চান্দেলের ছবি দেওয়া হয়।


 

২০১১ সালে বিক্রান্ত সিংহ চান্দেলের সঙ্গে রাশিয়ার মেয়ে ওলগার বিয়ে হয়। গোয়ায় একটি রেস্তোরাঁ চালান বিক্রান্ত। সেখানেই তাঁদের আলাপ হয়। তারপর তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি কন্যাও রয়েছে। ওলগার অভিযোগ, গত মাসে তাঁরা গোয়া থেকে আগ্রার বাড়িতে আসার পরেই শাশুড়ির রোষে পড়েন। পণ না দিলে তাঁকে সেই বাড়িতে থাকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন নির্মলা। তিনি বিক্রান্ত ও তাঁর মেয়েকেও বাড়ি থেকে বার করে দেন। এরই প্রতিবাদে অনশনে বসেছিলেন ওলগা।

 

নির্মলা অবশ্য পণ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওলগা মদ্যপান করেন, মাদকের নেশা করেন, জুয়া খেলেন। তিনি যে সামান্য অর্থ বাঁচাতে পারেন, সেটাও ছেলে-বৌমা কেড়ে নেয়। তিনি যে বাড়িতে থাকেন, তার ছোট একটা ঘর ছাড়া বাকিটা মেয়ের সম্পত্তি। সেই কারণেই ছেলে-বৌমাকে চলে যেতে বলেছিলেন।