রাঁচি: গোরক্ষপুরে শিশু মৃত্যুর মিছিলের পর এক মাসও কাটল না। ঝাড়খণ্ডের জামশেদপুরের মহাত্মা গাঁধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে ভর্তি ৫২টি দুধের সিশু মারা গিয়েছে বলে খবর।


জানা গিয়েছে, এই শিশুরা মারা গিয়েছে গত ১ মাসে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপুষ্টির কারণে মারা গিয়েছে এরা। ঝাড়খণ্ডে অবশ্য অপুষ্টির সমস্যা নতুন কিছু নয়। বিশেষত রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকায় ছেলেমেয়েদের মধ্যে অপুষ্টি চোখে পড়ার মত।

পরিস্থিতি সামাল দিতে ২০১৫ সালে নিউট্রিশন মিশন ঝাড়খণ্ড নামে একটি ১০ বছরের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য। রাজ্যের সবকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে ১০-১১ তারিখ, ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি শিশুর মৃত্যু হয়।