কোটা: পড়াশোনা, ভাল রেজাল্ট করার অত্যাধিক চাপ সামলাতে না পেরে একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে কোটায়। ২০১৫ সালে অন্তত ১৯ জন, ২০১৬-য় এ পর্যন্ত ৫ পড়ুয়া চরম পথ বেছে নিয়েছে। আইআইটি-জেইই মেইন পরীক্ষা উতরে গেলেও আত্মঘাতী হয়েছে কৃতী নামে ১৭ বছরের এক ছাত্রী। এই প্রেক্ষাপটেই স্থানীয় বিভিন্ন কোচিং সেন্টারের দেড় লক্ষের বেশি পড়ুয়ার অভিভাবকদের চিঠি লিখলেন কোটার জেলা কালেক্টর রবি কুমার সুরপুর। সহমর্মী মন নিয়ে লেখা পাঁচ পৃষ্ঠার চিঠিতে তিনি বাবা-মায়েদের নিজেদের অপূর্ণ হওয়া বাসনা, স্বপ্ন সন্তানদের ওপর চাপিয়ে না দেওয়ার আবেদন করে বলেছেন, ওরা যা করতে চায়, যা করতে পারে, সেটাই করতে দিন না!
বাবা-মায়েরা যা চান, অন্ধের মতো তা পালন করার চেয়ে মৃত্যুর পথে পা বাড়ানো নিজেদের জীবন শেষ করে দেওয়া পড়ুয়াদের কাছে অনেক সহজ, অনায়াস কাজ ছিল বলে উল্লেখ করেছেন সুরপুর। বাবা-মায়েদের উদ্দেশ্যে লিখেছেন, স্নেহ-মায়া ভরা কথা দিয়ে যদি ওদের নিজেদের সেরাটা বের করে আনতে, পরীক্ষার ফলের কথা ভুলে যেতে বলতেন, তাহলে ওরা হয়ত ভরসা পেত, ওদের অমূল্য জীবন বেঁচে যেত। কিন্তু তার বদলে ওরা শুধু আরও, আরও ভাল ফল করতে হবে, এই হুঁশিয়ারিই পেয়েছে।
বাবা-মায়েরাও কি সন্তানদের মতো অবুঝই থেকে যাবেন? বোধহয় নয়। বলেছেন সুরপুর।
তিনি এও উল্লেখ করেছেন, সম্প্রতি এক আত্মঘাতী পড়ুয়া সুইসাইড নোটে মা-কে ধন্যবাদ জানিয়েছে ছেলেমেয়েদের বড় করে তোলার জন্য নিজের কেরিয়ার বিসর্জন দেওয়ায়। আরেকটি মেয়ে সুইসাইড নোটে মা-কে বলেছে, বোন যা করতে চায়, সেটাই ওকে করতে দিও।
পরপর আত্মঘাতী পড়ুয়া: ছেলেমেয়েদের চাপ দেবেন না, বাবা-মায়েদের চিঠি কোটার জেলা কালেক্টরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2016 10:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -