গুয়াহাটি: আরএসএলপি সভাপতি উপেন্দ্র কুশওয়া বিজেপি জোট এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার দিনই অসমে তাদের শরিক অসম গণ পরিষদ (অগপ) হুমকি দিল, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ পাশ হলে তারাও জোট ত্যাগ করবে। বিলটিকে তারা ‘আপত্তিকর’, ‘জঘন্য’ বলেছে। অগপ সভাপতি অতুল বোরা বিজেপি সভাপতি অমিত শাহকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, এমনটা হলে ‘বর্তমান জোট ছেড়ে বেরনো ছাড়া’ আর কোনও রাস্তা থাকবে না। তবে বিজেপির অসম শাখার প্রধান রঞ্জিত কুমার দাশ প্রতিক্রিয়ায় বলেছেন, ১৩ ডিসেম্বর বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অগপ-র সঙ্গে জোটের ব্যাপারে আলোচনা হবে।
সেই চিঠির প্রতিলিপি বোরা সাংবাদিকদের দেন। তাতে বলা হয়েছে, অগপ ১৯৮৫-র অসম চুক্তি রূপায়ণে সম্পূর্ণ দায়বদ্ধ। সেই চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই অসমের জাতীয় নাগরিকপঞ্জির খসড়া তৈরি হয়েছে।
অগপ বরাবর নাগরিকত্ব বিলের বিরোধিতা করছে। তাদের বক্তব্য, সেটি পাশ হলে নাগরিকপঞ্জি প্রক্রিয়ার কোনও অর্থ থাকবে না। অক্টোবরে বিলের বিরুদ্ধে তারা পদযাত্রাও করে। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ লোকসভায় পেশ হয়েছে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনের লক্ষ্যে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ধর্মীয় কারণে অত্যাচার, নিগ্রহ থেকে বাঁচতে ২০১৪র ৩১ ডিসেম্বরের আগে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ভারতে চলে এসেছেন, ৬ বছর ধরে এদেশে বসবাস করছেন, তাদের নাগরিকত্ব দেওয়া এই বিলের উদ্দেশ্য।
বোরার চিঠিতে বলা হয়েছে, আপনার গোচরে এটা আনতে চাইছি যে, নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ সংসদে অনুমোদিত হলে অসম আইনের বিধি ও চলতি জাতীয় নাগরিকপঞ্জি প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হবে, অসমীয়া ভাষা, সংস্কৃতি, জনসংখ্যার আনুপাতিক ভারসাম্য বদলে যাবে। তাই এটি গৃহীত হলে বিজেপির সঙ্গে জোট ভাঙার বিকল্প রাস্তা থাকবে না।
প্রসঙ্গত, বোরা, অগপর অস্থায়ী সভাপতি কেশব মহান্ত ও ফনি ভূষণ চৌধুরি, সকলেই অসমের বিজেপি জোট সরকারের মন্ত্রী।