ঘটনা হল, রাধামোহন নিজেই কৃষিমন্ত্রী- স্বচ্ছ ভারত তাঁদেরই ফ্ল্যাগশিপ প্রকল্প। তিনিই সেখানে এভাবে প্রকাশ্যে কেলেঙ্কারি করে ধরা পড়ায় মোদী সরকারের যা মুখ পুড়েছে, সাম্প্রতিককালে তা ঘটেনি।
প্রস্রাবেই থেমে থাকেনি ব্যাপারটা। দেখা যাচ্ছে, রাধামোহনের গাড়িতে লাল আলো জ্বলছে দিব্যি, অথচ ভিআইপি সংস্কৃতি পরিহার করার লক্ষ্যে সরকারি আধিকারিকদের লাল বাতি বর্জন করতে বলেছে কেন্দ্র।
অনেকেই বলছেন, রাধামোহনের মন্ত্রিপদ কেড়ে নেওয়া হোক।
তবে কেউ কেউ বিষয়টা অন্যভাবেও দেখছেন। তাঁদের মতে, এতে পরিষ্কার, শৌচাগার নির্মাণে দেশ এখনও কতটা পিছিয়ে। পাবলিক টয়লেট কাছাকাছি থাকলে এমনটা ঘটত না।