আমদাবাদ: নেশাগ্রস্ত হয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন স্ত্রী। থানায় অভিযোগ দায়ের করলেন স্বামী। আমদাবাদ শহরের মণিনগর এলাকায় এই ঘটনায় খোখরা থানায় অভিযোগ দায়ের করেছেন 'নির্যাতিতস্বামী।

অভিযোগকারীর বয়ান অনুযায়ী২০১৮ সালে প্রেম করেই ওই মহিলার সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়ের পর তিনি জানতে পারেনস্ত্রী মদ খান, নেশাগ্রস্ত। মদের নেশায় চুর হয়ে স্বামী ও শ্বশুর, শাশুড়ির ওপর শারীরিকমানসিক নির্যাতন করতেন ওই মহিলা। এমনকি স্বামীর কর্মস্থলে গিয়েও অশান্তি করেছেন একাধিকবার।

যুবক আরও জানানএকাধিকবার তাঁকে বাড়ি থেকে আলাদা থাকার কথা বলেছেন স্ত্রী। একসময় বাধ্য হয়েই স্ত্রীকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন তিনি। বাবা-মার দেখভাল করতেও আপত্তি জানাতেন স্ত্রী। কিন্তু জুন মাসে ওই যুবকের মা-বাবা করোনাভাইরাসে আক্রান্ত হন। বাধ্য হয়েই বাড়ি ফিরতে হয় তাঁদের। কিন্তু বাড়ি ফিরেও আলাদা থাকতেন স্ত্রী। অসুস্থ শ্বশুর শাশুড়ির দেখাশোনা করার বিনিময়ে বাড়ি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন ওই মহিলা। খুন করার হুমকিও দেন। এমনকি খোখরা থানায় পরিবারের নামে মিথ্যে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

পুলিশের কাছে বয়ান দিয়ে সুরক্ষার আবেদন করেছেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানানো হয়েছেঅভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।