নয়াদিল্লি: কলকাতা থেকে দিল্লি যেতে চান। অথচ, রাজধানীর টিকিট কনফার্মড নয়! শেষ মুহূর্তে ভেবে পাচ্ছেন না কি করবেন? চিন্তা নেই। আপনার মুশকিল আসানে হাজির এয়ার ইন্ডিয়া।


এবার থেকে শেষ মুহূর্তে কেউ বিমানের টিকিট বুক করলে তাঁকে রাজধানী ট্রেনের বাতানুকূল দ্বিতীয় শ্রেণীর সমপরিমাণ ভাড়া দিলেই চলবে। আরও বেশি করে যাত্রী টানতে এবং ফাঁকা সিট ভরাতে এবার আকর্ষণীয় ‘অফার’ এয়ার ইন্ডিয়ার।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন ‘অফার’ দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই, দিল্লি-কলকাতা এবং দিল্লি-বেঙ্গালুরুর মতো চারটি প্রধান রুটে চালু হবে। উড়ানের চার ঘণ্টা আগে পর্যন্ত এই বিশেষ ‘অফার’-এর ফায়দা নিতে পারবেন যাত্রীরা।

এয়ার ইন্ডিয়ার সিএমডি অশ্বিণী লোহানি জানান, শেষ মুহূর্তে টিকিট বুক করা যাত্রীদের বিপুল ভাড়া থেকে মুক্তি দিতেই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, সংস্থার লক্ষ্যও হবে, বিমানের ফাঁকা আসনগুলিকে যথাসম্ভব ভরানো।