চেন্নাই: সেরে উঠছেন জয়া আম্মা। নেত্রীর আরও দ্রুত আরোগ্য কামনায় ১ লক্ষ প্রদীপ জ্বালালেন এআইএডিএমকে কর্মীরা।
গত ২২ সেপ্টেম্বর জ্বর এবং ডিহাইড্রেশন নিয়ে হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আম্মার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শীঘ্রই বাড়ি ফিরে যেতে পারবেন তিনি। জয়ললিতার আরোগ্য কামনায় এবং যাতে তিনি শীঘ্রই বাড়ি ফিরে আসেন, তার জন্য বিভিন্ন মন্দিরে এক লক্ষ প্রদীপ জ্বালালেন দলের সদস্যরা। ওম, আম্মা প্রভৃতি শব্দের নকশায় জ্বালানো হয় প্রদীপ। চেন্নাই, মাদুরাই, শিবগঙ্গা, নীলগিরি, পুদুকোট্টাই, কৃষ্ণগিরি প্রভৃতি বিভিন্ন জায়গায় জয়া আম্মার উদ্দেশ্যে আয়োজন হয় বিশেষ পুজোরও। প্রার্থনার সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং প্রবীণ নেতারা।
জয়ার জন্য প্রার্থনায় ১ লক্ষ প্রদীপ জ্বালালেন এআইএডিএমকে কর্মীরা
Web Desk, ABP Ananda
Updated at:
02 Dec 2016 10:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -