কোয়েম্বাটোর: জয়া আম্মা হাসপাতালে ভর্তি, তাঁর শারীরিক অবস্থা কেমন, সেই নিয়ে দুশ্চিন্তা করতে করতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল এআইএডিএমকে কর্মীর।

প্রসঙ্গত, কিছুদিন ধরে জ্বর ও ডিহাইড্রেশনে ভুগছিলেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চেন্নাইয়েরই এক কর্পোরেট হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পার্টির তরফে জানানো হয় তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বাড়িও ফিরে গিয়েছেন তিনি। কিন্তু জয়ললিতার সুস্থ হয়ে ওঠার খবর পার্টির সর্বস্তরের কর্মীদের কাছে পৌঁছয়নি। গুজব রটে এখনও জয়ললিতার অবস্থা ভালো নয়। সেই নিয়ে সবসময় দুশ্চিন্তা করতেন মুথুসামি নামে ওই কর্মী।

পার্টি সূত্রে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই মনমরা হয়ে ছিলেন তিনি। জয়ললিতা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আরও জানা গিয়েছে, তাঁর স্ত্রী, পরিবরের লোকজন, সহকর্মীরা তাঁকে অনেক বুঝিয়েছে, যে, সুস্থ হয়ে উঠছেন তাঁদের প্রিয় জয়া আম্মা। তা সত্ত্বেও এসব নিয়ে দুশ্চিন্তা করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, হঠাৎই বুকে ব্যথা শুরু হয় মুথুসামির। অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ডাক্তাররা জানিয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর।