নয়াদিল্লি: বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে মারণ ব্যাধি। কোভিড-১৯ এর কবল থেকে মানুষকে সুরক্ষিত করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। সোশ্যাল মিডিয়া বারবার উঠে আসছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন মানবিক ছবি।
এবার রায়পুরের এইমস -এও দেখা গেল এমনই মর্মস্পর্শী ছবি। করোনা আক্রান্ত মা ও পরিবারের অন্যান্য সদস্যরা, তাই দুই শিশুর দেখভাল করছেন হাসপাতালের নার্সরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে আসে একটি ভিডিও। রায়পুরের এইমস হাসপাতালের দুই নার্স দেখভাল করছেন একটি তিন মাসের শিশুর। শিশুর মা সহ পরিবারের অন্যান্য আত্মীয় করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। করোনা নেগেটিভ কেবলমাত্র তিন মাসের শিশু ও তার দু বছরের বড় দিদি। তাই আপাদমস্তক পিপিই পোশাকে মুড়েও ওই দুই শিশুর খেয়াল রাখতে ব্যস্ত নার্সেরা।
ট্যুইটারে এই ভিডিওটি পোস্ট করে এক ইউজার লেখেন, এই দুই শিশু ছাড়া পরিবারের আর সবাই করোনায় আক্রান্ত। এই তিন মাসের শিশু ও দুবছরের আরেক শিশু করোনা নেগেটিভ। শিশুর খেয়াল রাখার এই ছবি সত্যিই মর্মস্পর্শী।
এর আগেও টুইটারে ভাইরাল হয় অন্য একটি ভিডিও। বাড়ির অন্যান্য সদস্য না আসতে পারায় রোগীকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন এক চিকিৎসক।
করোনা পজিটিভ গোটা পরিবার, শিশুদের দেখভাল করছেন হাসপাতালের নার্সরা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2020 12:48 PM (IST)
রায়পুর এইমস হাসপাতালের দুই নার্স দেখভাল করছেন দুটি বাচ্চার। ওদের মা সহ পরিবারের অন্যান্যরা করোনা আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে। করোনা নেগেটিভ কেবলমাত্র তিন মাসের শিশুটি, দু বছরের বড় দিদি। হাসপাতালে মায়ের যত্ন পাচ্ছে ওরা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -