নয়াদিল্লি: আধার কার্ডের ব্যবহার বাড়াতে অভিনব প্রয়াস। এবার থেকে এইমস-এ চিকিত্সা পেতে আধার কার্ড দেখালে রেজিস্ট্রেশন চার্জ  মকুব হবে। কিন্তু ওই কার্ড না দেখালে রোগীদের চার্জ বাবদ দিতে হবে ১০০ টাকা। তবে বর্ধিত রেজিস্ট্রেশন ফি দিতে যাদের কষ্ট হবে, তারা সংশ্লিষ্ট মেডিকেল সোস্যাল কর্মীদের কাছে আবেদন করে তা মকুব করতে পারবেন। জানুয়ারি থেকেই সম্ভবত এই সিস্টেম চালু হচ্ছে।


বর্তমানে রেজিস্ট্রেশন বাবদ রোগীকে ১০ টাকা দিতে হয়। বিনিময়ে তাঁকে একটি ইউনিক হেলথ আইডেন্টিফিকেশন নম্বর (ইউএইচআইডি) দেওয়া হয়। এইমস-এর চেয়ারম্যান (কম্পিউটারাইজেশন) ডাঃ দীপক আগরওয়াল বলেছেন, অধিকাংশ রোগীই প্রয়োজনীয় কাগজপত্র, আউটডোরের কার্ড হারিয়ে ফেলছেন। ফলে প্রতিটি রোগীর জন্য একাধিক ইউএইচআইডি তৈরি হয়ে যায়। এতে রোগীদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্যভান্ডার এলোমেলো, বিক্ষিপ্ত হয়ে রয়েছে। এটা এড়াতেই নতুন ব্যবস্থা চালু হচ্ছে।


ইতিমধ্যেই এইমস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি দিয়ে আবেদন করেছে, আধার নম্বরের সঙ্গে রোগীদের আইডেন্টিফিকেশন নম্বর যুক্ত করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। এতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীদের চিকিত্সা সংক্রান্ত কাগজপত্র পাঠাতে সুবিধা হবে।


পাশাপাশি কেন্দ্রের ডিজিটাল লেনদেনের উদ্যোগ ছড়িয়ে দিতে নগদহীন চিকিত্সা স্কিমের জন্য প্রিপেড কার্ড চালু করার কথাও ভাবছে এইমস। এই স্কিমে আগে নগদ টাকা জমা দিয়ে চিকিত্সার সুযোগ মিলবে। জমা দেওয়া অর্থ বেঁচে গেলে রোগী ফেরত্ পাবেন।


ডিজিটাল লেনদেনের মাধ্যমে চিকিত্সা পরিষেবার জন্য এইমস-এর ক্যাশ কাউন্টারে ১০০টি পয়েন্ট অব সেল মেশিন বসবে বলেও জানা গিয়েছে।