পটনা: পটনায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এক ফাইনাল ইয়ারের এমবিবিএস ছাত্রকে বরখাস্ত করল। ছাত্রটির অপরাধ, হোলির আগের পার্টি চলাকালীন ভাঙের নেশায় অর্ধনগ্ন অবস্থায় মেয়েদের হস্টেলে ঢুকে পড়েছিলেন তিনি।
নেশাগ্রস্ত অবস্থায় মেয়েদের হস্টেলে ঢুকে পড়া ওই ছাত্র কেরলের বাসিন্দা। ফেব্রুয়ারির ২৭ তারিখ এইমস-পটনায় হোলির আগের পার্টি হচ্ছিল। পাশাপাশি ১১টি হস্টেলের সামনে থাকা খোলা মাঠে পার্টি করছিলেন এইমসের ছাত্রীরা। তখন ওই ছাত্র ভাঙের নেশায় চুর অবস্থায় মেয়েদের হস্টেলে ছুটে যান বলে অভিযোগ, আর সে সময় খুলে যায় তাঁর লুঙ্গি। ৯ তলা হস্টেলের একতলায় ঢুকে পড়েন তিনি, তখন নিরাপত্তা রক্ষীরা তাঁকে বার করে দেন।
এইমস কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেন ববে অভিযোগ। কিন্তু ছাত্রীরা এ নিয়ে প্রচণ্ড হইচই শুরু করেন, পুলিশে অভিযোগ করারও ভয় দেখান। ফলে ২৮ তারিখ ওই ছাত্রকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এইমস কর্তৃপক্ষ। ২০১৪-য় এইমসে ভর্তি হওয়া ছেলেটির এ বছর ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল।
কলেজ কর্তৃপক্ষ তাঁর শাস্তি বাতিল করার কথা ভাবলেও এক এইমস অফিসার দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, অন্তত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত তাঁর শাস্তি পাওয়া উচিত। ২০১৬-র এপ্রিলে বিহারকে ড্রাই স্টেট হিসেবে ঘোষণা করা হয়েছে। মদ খেয়ে কেউ ধরা পড়লে তাঁর ১০ বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে।
ভাং খেয়ে অর্ধনগ্ন অবস্থায় মেয়েদের হস্টেলে ঢুকে পড়েছিলেন, চূড়ান্ত বর্ষের ডাক্তারি ছাত্রকে তাড়িয়ে দিল এইমস-পটনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2018 02:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -