নয়াদিল্লি: যদি তিন তালাককে বেআইনি আখ্যা দেওয়া হয়, তবে আল্লার নির্দেশকে অসম্মান করা হবে। তা হবে কোরান নতুন করে লেখার সামিল। এর ফলে মুসলমানদের পাপে ডুবে যেতে বাধ্য করা হবে। তিন তালাক ইস্যুতে সুপ্রিম কোর্টে এমনই কট্টর ধর্মীয় অবস্থান নিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
ল বোর্ডের বক্তব্য, সংবিধানের ২৫ তম অধ্যায় নিজের ইচ্ছেমত ধর্মবিশ্বাস মেনে চলার স্বাধীনতা দিয়েছে। যদি এইভাবে কোরানের নির্দেশ পরিত্যাগ করা হয়, তাহলে ইসলামই শেষ হয়ে যাবে। একবারে তিন তালাক ঘোষণার মাধ্যমে ডিভোর্স ইসলামে অস্বাভাবিক হলেও তা বাতিল করা সম্ভব নয়, কারণ কোরানে এই নির্দেশ রয়েছে, আর তা আল্লার দূতের বক্তব্য।
সামনেই তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি। তার তিনদিন আগে লিখিতভাবে তাদের অবস্থান জানিয়েছে পার্সোনাল ল বোর্ড। তাদের পরিষ্কার বক্তব্য, কোরান বলেছে, তিনবার তালাক উচ্চারিত হলে স্ত্রী তাঁর প্রাক্তন স্বামীর বৈধ স্ত্রী থাকেন না, হারাম হয়ে যান। কোরান স্বামীদের এই তালাক দেওয়ার অধিকার দিয়েছে। এই পরিস্থিতিতে ওই স্বামী তাঁর প্রাক্তন স্ত্রীকে আর গ্রহণ করতে পারবেন না, যতদিন না হালালা হচ্ছে। অর্থাৎ ওই মহিলাকে আবার অন্য একজনকে বিয়ে করতে হবে, সেই বিয়ে যতদিন না শেষ হচ্ছে, ততদিন বজায় থাকবে প্রথম তালাক। ডিভোর্সি মহিলাকে নিজের ইচ্ছেমতো দ্বিতীয়বার বিয়ের অধিকার দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
ল বোর্ডের দাবি, ইসলামি ব্যক্তিগত আইনের বৈধতা বিচার করার অধিকার সুপ্রিম কোর্টের নেই। তা ঈশ্বরের বিরুদ্ধে যাবে, ইসলাম বিরোধী হবে। আল্লা ও তাঁর বার্তাবাহক যে নির্দেশ দিয়েছেন, তা অমান্য করা পাপ। কোরান বলছে, এর অর্থ, ধর্মবিচ্যুত হওয়া। এভাবে কোরান অমান্য করার ফলে যে সন্তানরা জন্মাবে, তারা অবৈধ হবে, বাবার সম্পত্তিতে তাদের অধিকার নিয়ে প্রশ্ন উঠবে।
মুসলিম মহিলারা অবশ্য এই তিন তালাকের বিরুদ্ধে বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন। কেন্দ্রও জানিয়ে দিয়েছে, তারা এই প্রথা বন্ধের পক্ষে।
ইসলামি নিয়মকানুন বিচারবিভাগীয় নজরদারির ঊর্ধ্বে, সুপ্রিম কোর্টকে বলল পার্সোনাল ল বোর্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Mar 2017 08:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -