নয়াদিল্লি: দিল্লির নজফগড়ে জরুরি অবতরণ করল একটি এয়ার অ্যাম্বুলেন্স। এই বিশেষ বিমানটিতে সাত জন ছিলেন। তাঁরা প্রত্যেকেই নিরাপদ।


পটনা থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। দুটি ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে একটি মাঠের মধ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হন বিমানের চালক। বিমানে থাকা রোগী সহ পাঁচ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কেউই আহত হননি। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, চালকের দক্ষতার জন্যই দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে বিমানটি। যাত্রীদেরও যেমন প্রাণ বেঁচেছে, তেমনই বিমানেরও কোনও ক্ষতি হয়নি।