ভারতীয় বায়ুসেনার এক মুখপাত্র বলেছেন, টুটিংয়ে অবতরণ খুবই কঠিন। কারণ, সেখানে রয়েছে উঁচু পাহাড় ও উপত্যকা খুবই সংকীর্ণ। কিন্তু পাইলটের দক্ষতা ও বিমানটি উত্কৃষ্টতার জন্যই সম্ভব হয়েছে।
এই অভিযান ছিল সামরিক শক্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বড়সড় কৌশলগত পদক্ষেপ। এই পরীক্ষামূলক অভিযানের সময় সি ১৭ গ্লোবমাস্টারে ছিল মোট ১৮ টন ওজন।
গ্লোবমাস্টার বিমান সেনাদের এক জায়গা থেকে অন্য জায়গায় এবং ভারী যন্ত্রপাতি বহনে সহায়ক। চিনের সীমান্ত সংলগ্ন এলাকায় এয়ারস্ট্রিপ চালু হলে ভারতীয় সেনার গতিবিধির ক্ষেত্রে তা দারুণ সহায়ক হতে উঠতে পারে।
বিগত কিছু সময় ধরে বায়ুসেনা চিন সীমান্ত সংলগ্ন আটটি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করেছে। টুটিং সেগুলির মধ্যে একটি।