নয়াদিল্লি: একদিকে অর্থনৈতিক মন্দা, অন্যদিকে বেকারত্ব, সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। মুডিজের মতো সংস্থাও জানিয়েছে, ভারতীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আশা ক্ষীণ। থাকছে ঝুঁকিও। একই সঙ্গে ক্রয়ক্ষমতাও কমার কারণে সঙ্কট আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে রাজকোষেও পড়েছে টান। কর্পোরেট ছাড়ের সীমা বাড়িয়ে পরিস্থিতি আরও সঙ্গীন হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি করে রাজস্ব ঘাটতি কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।


সরকারের অধীনে থাকা দুই সংস্থা ভারত পেট্রোলিয়াম এবং এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেবে কেন্দ্র। একটি ইংরাজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, মার্চের মধ্যেই বিক্রি করে দেওয়া হবে ভারত পেট্রোলিয়াম ও এয়ার ইন্ডিয়া-কে। সরকার এই দুই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বিক্রি-কে কৌশলী পদক্ষেপ হিসেবেই বিবেচনা করছে। চলতি অর্থবর্ষে রাজস্ব এক লক্ষ কোটি করার উদ্দেশেই ভারত পেট্রোলিয়াম ও এয়ার ইন্ডিয়া-কে বিক্রি করে দেওয়া হচ্ছে।


সীতারমন জানিয়েছেন, এই দুই সংস্থা কেনার জন্য অনেক উদ্যোগপতি উৎসাহ দেখিয়েছেন। গত বছরেই এয়ার ইন্ডিয়া বিক্রি করার পরিকল্পনা ছিল সরকারের। তবে সেবার বিনিয়োগকারিদের মধ্যে তেমন উৎসাহ না থাকায় সরকার পিছিয়ে আসে। কিন্তু এবার এই সংস্থার বিলগ্নিকরণ হবে বলেই আশাবাদী সরকার।


ভারত পেট্রোলিয়াম ও এয়ার ইন্ডিয়া ছাড়া আরও কোনও সংস্থাকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে নির্দিষ্ট কোনও কিছু বলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে অর্থনীতির শ্লথ গতির মোকাবিলা করার জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্মলা সীতারমন।