মুম্বই: প্রায় ১৬ লক্ষ টাকার সোনার বার চোরাচালানের অভিযোগে মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার এক সিনিয়র পাইলট। রুটিন পরীক্ষার সময় ওই পাইলটের কাছে ৬০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তিনি তাঁর ব্যাগে ওই সোনা রেখেছিলেন বলে অভিযোগ।


কাস্টমস বিভাগের গোয়েন্দা শাখার এক আধিকারিক জানিয়েছেন, সাতটি সোনার বার ওই পাইলটের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, সোনার বার রাখা, তা বহন করে আনা এবং লুকিয়ে রাথার কথা স্বীকার করেছেন ওই পাইলট।

পরে ওই পাইলটকে জামিনে ছেড়ে দেওয়া হয়।