নয়াদিল্লি: সিডনি বিমানবন্দরের ডিউটি-ফ্রি শপ থেকে একটি ওয়ালেট চুরি করার অভিযোগে পূর্বাঞ্চলীয় অধিকর্তা রোহিত ভাসিনকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া।
২২ জুন সিডনি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে এয়ার ইন্ডিয়ার বিমান এআই৩০১ ফ্লাইটের কমান্ডার (প্রধান পাইলট) হওয়ার কথা ছিল রোহিতের। এদিন এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে রোহিতের বিরুদ্ধে চুরির একটি অভিযোগ জমা পড়েছে। পূর্বাঞ্চলীয় অধিকর্তার বিরুদ্ধে অভিযোগ, সিডনি বিমানবন্দরের ডিউটি-ফ্রি শপ থেকে তিনি ওয়ালেট চুরি করেছেন। সেই ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রোহিতকে সাসপেন্ড করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, রোহিতকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ লিখিত আকারে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অস্ট্রেলেসিয়ার আঞ্চলিক ম্যানেজার তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন। অভিযোগে অনুযায়ী, ২২ জুন বিমান রওনা দেওয়ার আগে, আপনি বিমানবন্দরের শপ থেকে একটি ওয়ালেট চুরি করেছেন। ফলত, কর্মচারী শৃঙ্খলা নীতির আওতায় আপনার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে। যতদিন না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন আপনাকে সাসপেন্ড করা হচ্ছে।
সিডনি বিমানবন্দর থেকে ওয়ালেট ‘চুরি’, সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় অধিকর্তা
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jun 2019 04:50 PM (IST)
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে রোহিতের বিরুদ্ধে চুরির একটি অভিযোগ জমা পড়েছে। পূর্বাঞ্চলীয় অধিকর্তার বিরুদ্ধে অভিযোগ, সিডনি বিমানবন্দরের ডিউটি-ফ্রি শপ থেকে তিনি ওয়ালেট চুরি করেছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -