নয়াদিল্লি:  এয়ারলাইন্স সূত্রে খবর শিগগিরই বাড়তে পারে বিমানের ভাড়া। প্রসঙ্গত, গত মাসে কেন্দ্রের তরফে একটি প্রস্তাব দেওয়া হয়। সেখানে বলা হয়, যদি বিমান বাতিল হয়, তাহলে যাত্রীদের পুরো টিকিটের দাম ফেরত দিতে হবে। এভাবে যদি পুরো টিকিটের ভাড়া যাত্রীদের ফেরত দিতে হয়, তাহলে বিমান সংস্থাগুলোর আয় তার প্রভাব পড়বে। সেইজন্যে বেশ কয়েক শতাংশ বিমানের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত।

 

এক বেসরকারি বিমান সংস্থার আধিকারিকের বক্তব্য, বাজারে যে লো-ফে্য়ার এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলো কেন্দ্রের প্রস্তাব আরোপ হলে কার্যত চালানো অসম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে বিমান টিকিটের ভাড়া বাড়াতেই হবে।