নয়াদিল্লি:  বিমান সংস্থাগুলোকে মাঝ আকাশে বর্জ্য পদার্থ ফেলা থেকে রুখতে জাতীয় সবুজ আদালত মঙ্গলবার এক নয়া নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, মাঝ আকাশে বর্জ্য ফেললে এবার থেকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

সবুজ আদালত ডিজিসিএকে এই মর্মে একটি নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে, সমস্ত বিমান সংস্থার কাছে নয়া এই নির্দেশিকা পাঠিয়ে দিতে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বিমান সংস্থা যদি অবতরণের ঠিক আগে বা মাঝ আকাশে বর্জ্য পদার্থ ফেলে, তাহলে তাদের এবার থেকে ৫০, ০০০ জরিমানা দিতে হবে।

সম্প্রতি সবুজ আদালত এই রায় দিয়েছে। কারণ, এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সেখানে তিনি জানান, ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে বিমানগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের বর্জ্য পদার্থগুলো ফেলে দিচ্ছে। এরফলে পরিবেশ দূষণ হচ্ছে। এরফলে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানও লঙ্ঘিত হচ্ছে।

সাধারণত বিমান অবতরণের পর বর্জ্য পদার্থগুলো পরিস্কার করার কথা। কিন্তু বহু সময়ই সেই নিয়ম ভাঙা হচ্ছে। এছাড়া ডিজিসিএ-র তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে এই নিয়ম কোনও বিমান সংস্থা ভাঙলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সেখানে অভিযোগ জানানো যাবে।