আগরতলা: প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়ানা হেডেন ভারতীয় নারীদের প্রতিনিধি নন, সে গৌরব ঐশ্বর্যা রাইয়ের প্রাপ্য। মহাভারতের যুগে ইন্টারনেট তত্ত্ব আওড়ানোর পর এবার এমনই নতুন বিবৃতি দিয়ে সব্বাইকে চমকে দিলেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

ত্রিপুরার দীর্ঘ বামশাসনের অবসান করে গত মাসেই মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব। তারপর থেকে একের পর এক বৈপ্লবিক মন্তব্য করে চলেছেন। এবার আগরতলার প্রজ্ঞা ভবনে হাতে তৈরি নানা জিনিসপত্রের ওপর একদিনের ওয়ার্কশপে গিয়ে তিনি বলেছেন, ভারতীয়রা মেয়েদের মধ্যে দেবী লক্ষ্মী, সরস্বতীকে খোঁজেন। ঐশ্বর্যা ভারতীয় নারীদের প্রতিনিধি। তিনি মিস ওয়ার্ল্ড হয়েছেন, ঠিক আছে। কিন্তু ডায়ানা হেডেনের সৌন্দর্যের মাথামুন্ডু আমি বুঝি না।

৪৬ বছরের মুখ্যমন্ত্রীর দাবি, এ ধরনের সৌন্দর্য প্রতিযোগিতার ফলাফল আগে থেকে ঠিক করা থাকে। টানা ৫ বছর ভারত থেকে যে-ই গেছেন, তিনিই মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স হয়েছেন। ডায়ানা হেডেনও জিতে যান সেই সুযোগে। আপনাদের কি মনে হয়, তাঁর এই খেতাব জেতার কথা ছিল? প্রশ্ন রেখেছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আগে ভারতীয় মহিলারা প্রসাধনী ব্যবহার করতেন না। শ্যাম্পু নয়, তাঁরা চুল ধুতেন মেথি ভেজানো জলে, গায়ে কাদা মাখতেন। এইসব সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজকরা আন্তর্জাতিক মার্কেটিং মাফিয়া, এ দেশে বিরাট বাজারের খোঁজ পেয়েছে ওরা।তাই দেশের কোণে কোণে এখন বিউটি পার্লার গজিয়ে উঠেছে। কিন্তু এখন আর এ দেশের কেউ বিশ্বসুন্দরী হন না কেন? কারণ মাফিয়ারা এখানকার বাজার ধরে ফেলেছে, এখন অন্যত্র গিয়েছে তারা। তত্ত্ব বিপ্লবের।