নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত বিতর্কের মধ্যেই বেজিং যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বেজিং-এ ব্রাজিল, রাশিয়া, ভারত,চিন ও দক্ষিণ আফ্রিকা (ব্রিকস)-এর জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি (এনএসএ)-র বৈঠক উপলক্ষ্যে দোভালের এই সফর। আগামী ২৬ জুলাই এই বৈঠকে অংশ নেবেন তিনি। ভারত-চিন সীমান্ত আলোচনায় ভারতের বিশেষ দূত দোভাল। তাঁর সফরে সিকিম এলাকার ডোকা লা বিতর্ক নিয়েও আলোচনা হতে পারে।
ভারত-চিন-ভুটানের সীমান্তের সংযোগস্থল ডোকা লায় গত তিন সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে। ওই এলাকায় চিন সড়ক নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় ভারতীয় সেনা।
গতকালই ভারত বলেছে, ডোকা লা সমস্যার সমাধানে চিনের সঙ্গে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা হবে। তবে এক্ষেত্রে কোনও রকম আপোস করা হবে না বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ডোকা লা সমস্যা চলাকালেই চলতি মাসের গোড়ায় জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে কথা হয়েছিল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সীমান্ত বিতর্কের মধ্যেই চিন সফরে যাচ্ছেন অজিত দোভাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2017 10:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -