আজমের: রাজস্থানের আজমেরে গত বৃহস্পতিবার সাত বছরের এক মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত কল্যাণীপুরা এলাকার কালিচট মন্দিরের পূজারির জেল হেফাজতের নির্দেশ দিল স্থানীয় আদালত।
৪৯ বছরের স্বামী শিবানন্দ ওরফে বলবন্তকে প্রথমে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছিল। নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষার পর তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে মামলা রুজু করা হয়। আলওয়ার গেট থানার স্টেশন অফিসার হরপাল সিংহ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পকসো আইনে সংশোধনীর পর কোনও মেয়ে সম্ভ্রমহানির চেষ্টাও যৌন নিগ্রহের সামিল এবং মেডিক্যাল পরীক্ষায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে ধৃত নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করেছিল।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার থানায় নির্যাতিতার বাবা অভিযোগ করেন যে, ওই পূজারি তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল। তাঁর অভিযোগ, তিনি ও তাঁর মেয়ে কালিচট মন্দিরে গিয়েছিলেন। পরে তিনি পাহাড়ের কিছুটা উপরে হনুমান মন্দিরে যেতে মনস্থ করেন। কিন্তু ছোট্ট মেয়ে পাহাড়ে উঠতে পারবে না ভেবে তিনি তাকে কালিচট মন্দিরে রেখে যান। হনুমান মন্দির থেকে ফিরে এসে তিনি দেখেন সূজারি তাঁর মেয়েকে মন্দির সংলগ্ন নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছে।
এরইমধ্যে কল্যাণীপুরা এলাকার বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগরে দেন এবং তার কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।
সাত বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা, আজমেরের মন্দিরের পূজারীর জেল হেফাজত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2018 12:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -