আজ তিনি বলেন, রাহুলের এই সফর স্রেফ রাজনৈতিক ফায়দা তোলার জন্য। ১৯৮৪-র অপারেশন ব্লু স্টার অভিযানের জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। ১৯৮৪-র হরমন্দির সাহিবে আক্রমণের জন্য তাঁকে ক্ষমা চাইতে বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের। বাদল ট্যুইটও করেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর রাহুল গাঁধীকে শ্রী অকাল তখতে নিয়ে গেলেন, কিন্তু তাঁকে ভারতের জাতীয় কংগ্রেসের শিখদের সর্বোচ্চ ধর্মস্থানকে ট্যাঙ্ক, মর্টারে কলুষিত করার পাপ স্বীকার করতে বলার সাহস দেখাতে পারলেন না। জালিয়ানওয়ালাবাগ গণহত্যার জন্য ব্রিটেনকে ক্ষমা চাইতে বলার সঙ্গে কী বৈসাদৃশ্য!
পাল্টা অমরিন্দর ট্যুইট করেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দিন আপনার প্রপিতামহ সর্দার সুন্দর সিংহ মাজিথা জেনারেল ডায়ারের জন্য বিপুল খানাপিনা, নৈশভোজের আয়োজন করেছিলেন। সেজন্য আপনার স্বামী বা তাঁর বাবা প্রকাশ সিংহ বাদল কি কখনও ক্ষমা চেয়েছেন? ১৯২৬ –এ এই আনুগত্যের পুরস্কার পেয়েছিলেন উনি।
অকালিদের নিন্দা করে পঞ্জাব কংগ্রেসের প্রধান সুনীল জাখরও অভিযোগ করেন, শিরোমণি অকালি দলের ‘ভাবনাচিন্তা ক্ষুদ্র’, তারা ‘সংকীর্ণ’ রাজনীতি করছে।